Fri 19 September 2025
Cluster Coding Blog

ক্যাফে টক

maro news
ক্যাফে টক

মাটি দিয়ে শুরু করা যেতেই পারে। প্রথমে মাটি, মাটির পরে গাছ, পাহাড়, নদী , সাগর । তারপর জন্তু , জানোয়ার , হিংস্র জানোয়ার , নিরীহ জানোয়ার । তারপর না বুঝতে পারা জানোয়ার , যেমন মানুষ। সৃষ্টির সবচেয়ে ওপরে মানুষ, আর মানুষের ওপরে অথবা নীচে , অথবা ওপরেই , আকাশ।
আর দীর্ঘ এই সভ‍্য বা অসভ্য হয়ে ওঠার যে পথ , তার প্রতিটি মাইলফলক লিখে গেছে কোনও বিরল প্রতিভা।

তাহলে প্রশ্ন আসতেই পারে , প্রতিভা কী ?

যদি প্রশ্ন আসে , তাহলে উত্তর অবশ্যই লেখা হবে আগামীতে।

ততদিন থাক না যেমন আছে অথবা যেমন হতে পারতো।

নব কুমার দে

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register