Fri 19 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে তিলক মুখার্জী

maro news
ক্যাফে কাব্যে তিলক মুখার্জী

সেবার ব্রত

যে ভাবে হোক, যা করে হোক, হতে হবে সর্ব প্রথম, বিজয়ী। শৈশব থেকে এই বিদ্যা দিয়েছেন- মাতা পিতা গুরুজন, শুভানুধ্যায়ী। বড় হয়ে ডাক্তার হও, নামকরা - ইঞ্জিনিয়ার। মানুষের সেবার জন্য ? জ্ঞানের কথা রাখ দেখি । আপনি বাচলে বাপের নাম। অমল বাবুর একটি মাত্র ছেলে , ছোট থেকে শিখিয়েছেন বড় হবার - মন্ত্র। সবার আগে নিজেরটা বুঝবে , কার কি হলো তোমার দরকার কি ? হতে হবে সর্ব ক্ষেত্রে জয়ী, ডাক্তার । দুহাতে কামাতে হবে টাকা আর টাকা। গাড়ি হবে বাড়ি হবে আর ও কত কি । মুখ বুজে শুধু পড়াশুনো কর , মিশতে - হবে না যে ছেলেটা খেলা করে মাঠে , ঘুড়ি ওড়ায় , কিংবা দেয় বাজে আড্ডা। এখনকার দিনে এইসব করলে কি চলে? সাফল্যের সিঁড়ি কি সবাই চড়তে পারে ? কত খরচা করছি স্কুল আর প্রাইভেটে ?
একদিন ঠিক বাবু ডাক্তারি পাস করলো । বাবা মায়ের অক্লান্ত সাধনা আর , বাবুর- অধ্যবসায়। সুদিন এলো , সাফল্য দোরে। হটাৎ কি হলো, এই তো সব ঠিক ছিল , বিশ্ব জুড়ে কালো থাবা বসলো, ক্ষুদ্র - অতি ক্ষুদ্র জীবের আক্রমণে ত্রস্ত মানবকুল। বাবু তখন ইন্টার্ন করছে, জেলা শহরের , হাসপাতালে। সরকার জারি করলো লকডাউন, হাসপাতালে ইন্টার্নদের দেখতে হবে , করোনা রুগী বাধ্যতামূলক। জুরবে - তার জন্য এক্সট্রা মার্ক্স স্নাকোত্তরের। অমল বাবুর টেলিফোন , বাবু লাগবে না - এম ডি, এম এস , ডিগ্রি রাশি রাশি । হতে হবে না সর্ব প্রথম , বিশ্বজয়ী ,আয় - ফিরে আয় একমাত্র হারাধন মানিক আমার। ছেলের রুদ্ধ কণ্ঠ উঠল জেগে, যে ব্রত নিয়েছি আমি, মানুষের সেবার তরে। এতকাল বুঝেছি ভুল,আপন সুখ সুখিই নয়, যদি না পাশে না - দাড়াই অক্ষমের।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register