ভাটার মাঝে দাঁড়িয়ে আমার তরীখানি
আয়রে জোয়ার ভাসাই আমার এ মনমানি,
দিগন্ত দূর দেখি জীবনের অনন্ত ঢেউ
গুটিকতক আমি নাকি, অন্য কেউ?
খুঁটিতে বাঁধা সংগ্রামী চর্চা জগৎ মাঝে
পারে দাঁড়িয়ে ওরা সাজায় নিজেকে সাজে,
মাটি ছুঁয়েছে ভাসতে থাকা সুখের লব্ধ
আকাশ ফ্রেমে আজকে বন্দী আমার এ শব্দ।
0 Comments.