আমিও অনেক কথা জানি
কথারা যে করে কানাকানি
তোমার খবর সব মুখে
ব্যথারা সব একসাথে বুকে
শেষের শুরুর শুরু চলে
চেপে থাকি শান্তির ছলে
তবুও তো সব শব্দহীন নয়
তোমার চোখে লেগে থাকা
ক্ষয়
জানায় অনেক না -বলা কথা
চুপ করে থাকি নামিয়ে মাথা
ঘৃণারা চাদর মেলে সারা বাড়ি
এও তো সম্পর্কের এক আড়ি...
0 Comments.