মনিমালা স্কুলে যাওয়ার সময় রোজ ছেলেটাকে দেখে।কখনও হরিদার চায়ের দোকানের সামনে কখনও পুকুরঘাটে কখনও বা সাইকেল চেপে সে চলে যায় ধীরগতিতে।
একজোড়া মুগ্ধ দৃষ্টি প্রতিদিন চাদরের মত জড়িয়ে সে স্কুলে ঢোকে।তারপর রাতের গভীরে সেই চোখ আসে... কি একটা ভালোলাগা.. গানের সুরের মত, বৃষ্টিশেষের রামধনুর মত,বকুলের গন্ধের মত কোলবালিশের মত জাপ্টে ধরে কখন ঘুমিয়ে পড়ে অকাতরে!
0 Comments.