Fri 19 September 2025
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

maro news
ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

আমি পসারিনী

সূর্যাস্তের লাল আভায় চর্চিত তার মুখ । দিনের আলো নিভে এলে ঘরের বিজলি আলোয় , সেজে ওঠে সে----- সেজে ওঠে তার রক্তমাংসের রূপ । দিবালোকে পাতে সে---- গৃহকোনে পরিপাটি সংসার । সংস্কারের আবরণে আবৃত হয়ে সর্বশক্তিতে প্রতিষ্ঠা করে নিজেকে বিষাক্ত বিদ্রুপের ক্ষত নিয়ে , পবিত্রতার আধারে বার বার । আঁধার যখন ঘনিয়ে আসে স্বপ্নগুলো হারিয়ে যায় যে যার মতো , নক্ষত্রের স্তিমিত আলোয় তাদের খোঁজার প্রানান্তকর ব‍্যর্থ চেষ্টা । অপরিচিতের কোমল স্পর্শে শরীরে তার শুধুই ভালোবাসার ক্ষত । অশ্রুসিক্ত কন্ঠে ধ্বনিত হয় ----- "আমি সেই অভাগিনী---- প্রতিরাতে সাজাই নিজেকে , করি অর্পণ লজ্জার আড়ষ্ঠতায় অপরিচিত মানুষ জনে , আমি পসারিনী ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register