বৃষ্টি কেমন যেন দুখের ফোঁটা
আমার বুকের ত্রিকোণমিতিতে
শব্দরা আর দোলা দেয় না
শুধু যেন অভ্যাসে বয়ে যাওয়া
শরীর ভেজে
মনের জানালা গলে
ভেতর ঘরে তা ভেজায় না
বৃষ্টি কেমন যেন অভ্যাসে কথা বলে
আমার তপ্ত দহনে
নিষুপ্ত পরিবাদ বলক তখন
ভিজে ফুলে ফুলে ওঠে
যাপনে কষ্টের বল্কল চেপে ধরে
কিন্তু সুখ প্রাজক হয় না
মর্ষণ পরিধানে সে হেরো রাজা হয়ে বসে
0 Comments.