কবিতায় চিত্রা চ্যাটার্জী
আষাঢ়ে গল্প
বর্ষা এলেই মনে পড়ে যায়
এমন বৃষ্টির দিনে তুমি এক আষাঢ়ে গল্প বলেছিলে।
তুমি বলেছিলে, বর্ষায় সারারাত ফুল বৃষ্টিতে ভেজে আর নদী জেগে থাকে।
তিস্তা উপচে পড়ে যৌবনে। আর প্রজাপতিরা আশ্রয় নেয় মেঘের বাড়িতে।
তুমি বলেছিলে, এই বর্ষায় মনের কথা বললে
বৃষ্টি আসে আবার,
চাঁদ নাকি আটপৌরে শাড়িতে ঘুমিয়ে পড়ে নদীর বুকে উপর।
আমি জানি আষাঢ়ে গল্পে অনেক জল মেশানো থাকে
তবুও এই বর্ষাকে দেখেছি সেই চোখ দিয়ে,
যে চোখে তুমি বলেছিলে বৃষ্টিকে আসতেই দেবে না।
সেই চোখ এখন মরুভূমি হয়ে গেছে।
আমি জানি আষাঢ়ে গল্পে অনেক জল মেশানো থাকে
তবু এই আষাঢ়ের জন্য একটা গল্প অন্তত বেঁচে থাক।
0 Comments.