- 23
- 0
গঙ্গাসাগর যেমন দর্শনীয় একটি স্থান, তেমনই তাকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং পুরাণ কাহিনী। কালে কালে বর্তমানে গঙ্গাসাগর ঘুরতে যাওয়ার স্থান হয়ে উঠলেও, আগে এই স্থান বিখ্যাত ছিল পৌষসংক্রান্তির ভোরবেলায় পুণ্য স্নানের জন্য। বিশ্বাস এবং লোককাহিনী এমনই বলে যে, গঙ্গাসাগরে স্নান করলে নাকি জীবনের সমস্ত পাপ ধুয়ে এক মহা পুণ্য লাভ হয়।

গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা (কুম্ভমেলার পরে)। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতিবছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন; তবে বিহার-উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক।




0 Comments.