কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল
সময় কম
সময় খুব কম।
ঘূর্ণমান পৃথিবী
দাঁড়ানো যাবেনা কোন বিন্দুতে।
ডটকম,চন্দ্রবিন্দু চাঁদ
বর্ণ সকল শব্দ গঠনে তৎপর।
সময় নেই---
মুচকি হাসি সর্বমুখে
কৃত্রিম অকৃত্রিম মিশ্রণ প্রক্রিয়া।
অক্সিজেন ,হাড্রোজেন, পটাশিয়াম
গ্যাসময়, বাঁচা মরার রহস্য।
অজুহাত আছে---
সকলেই স্বকর্মে নিপুণ।
কেউ পান সাঁজে
আবার কেউ চুন খসায়।
ভাঙা গড়ার তফাৎ
জোয়ার ভাটায়।
সময় নেই---
এক জীবন সময় কম।
0 Comments.