কবিতায় বলরুমে অমিতাভ সরকার
যাপনার শহুরে কবিগান
শব্দের মুখে মাক্স আগেকার মতো
মানুষের মনে ভুল একই সরগম
চব্বিশ ঘণ্টাটা বেশি হলে হতো
ভালোবাসা ঘরপোড়া সময়টা কম
কাজ নিয়ে রোজকার দিন চলে যায়
সুরের ভিতরে ক্ষমা গলা সাধে কত
অপ্রাপ্তি বেশি ভেবে প্রাপ্তি হারায়
মনটা যে মা-বাবার ভীষণ অনুগত।
0 Comments.