গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার
মেঘনাদের শক্তিশেল
মা দিবসে সবাই মাকে সম্মান জানাচ্ছে
বাবা দিবসে সবাই বাবাকে সম্মান করছে
কন্যা দিবসে কন্যার জয়গাথা লিখছে
পুত্র দিবসে পুত্রের গুণগান গাইছে।
একজন শুরু করল
বাকিরা অনুসরণ করল
সংখ্যাটা গুণোত্তর প্রগতি হারে বাড়তে থাকল
পোস্টটায় টেন কে লাইকস
মা-বাবা যেখানে ছিল সেখানেই আছে,থাকবেও
ছেলেমেয়ে যেখানে ছিল সেখানেই আছে,
কিন্তু মানুষের আবেগের আতিশয্য বহুগুণ বেড়েছে।
মোবাইল ফোন এখন শুধুই একটা অনুঘটক।
আগে যখন এসব ছিল না, তখন কি শ্রদ্ধা, ভালোবাসা,
টান এগুলোর কোথাও এতটুকু কিছু কম পড়েছিল,
না এখন সম্পর্কগুলো বানের জলে ভেসে এসেছে!
শুধুই লোক দেখানো যশোলাভের অমেয় আকাঙ্ক্ষা। ইদানীং আমার যেমন হয়েছে।
0 Comments.