- 4
- 0
অশ্বত্থ গাছটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন! পাখিরা ইচ্ছেমতো কোটোর ত্যাগ করে উড়ে যাচ্ছে আকাশ পানে --- বাসাটি আগলে রেখেছে বৃদ্ধ গাছের দুটি ডাল, ধুলোর আস্তরণে ঢেকে যাচ্ছে তার শরীর, তবুও এ আশ্রয় জীবনভর গেয়েছে আবাহনী গান।
কুঠার উদ্ধত একটি হাত তার দেহ স্পর্শ করতেই গাছটি আজও কেমন যেন বাবার মতো দেখতে হয়ে যায় !!
0 Comments.