Fri 19 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে কৌশিক চক্রবর্ত্তী (পর্ব - ৩)

maro news
সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে কৌশিক চক্রবর্ত্তী (পর্ব - ৩)

কেল্লা নিজামতের পথে

একটা শহর ইকুয়াল টু এক রূপকথার নবাব। আশ্চর্য এক উত্থান আর ততোধিক আশ্চর্যের পতন। শুধু রাজত্বের নয়৷ আপাদমস্তক রাজধানীটার। কেন জানিনা মুর্শিদাবাদে বসেই হঠাৎ মনে পড়ে গেল উত্তর কলকাতার গলিগুলোর কথা। একজন ঢুকলে ওপারের জনকে অপেক্ষা করতে হয় তার না বেরোনো পর্যন্ত। সাধে কি আর সাহেবদের কাছে ব্ল্যাক টাউন? ফ্রম মুর্শিদাবাদ টু বাগবাজারের গঙ্গার ঘাট, কোন প্রান্তে যে সাহেবদের আলোটুকু পড়েছিল সেটাই ভাবছিলাম। সারারাত একরকম জেগেই কাটানোর পর আর একটা নতুন দিনের লড়াই। মাত্র কয়েকটা দিনে চষে ফেলতে হবে গোটা শহরটাকে। তাই সময় নষ্ট করার কোনো অর্থই হয় না। কেল্লা নিজামত। নবাব, বেগমদের থাকবার জায়গা। ঢাকা থেকে মুর্শিদকুলী খাঁ ছুটে এসেছিলেন এই শহরে। তারপর থেকেই মুর্শিদাবাদ। আগের না? মুখসুদাবাদ। গঙ্গার পশ্চিম পাড়ে সাজানো একটা জনবসতি৷ ঢাকায় তকন মুঘলদের প্রতিনিধি সুবেদার স্বয়ং ঔরঙ্গজেবের নাতি আজিম-উ-শান৷ মুর্শিদকুলীও বাদশার প্রিয় পাত্র। বাদশা নিজেই দেওয়ানের দায়িত্ব দিয়ে তাঁকে পাঠিয়েছেন বাংলায়৷ তারপর থেকেই ঢাকায় তাঁর বাস। কিন্তু মতে মেলে না সুবেদার আজিম উ শানের সাথে। স্বাধীন ভাবে কাজও করতে পারেন না মুর্শিদকুলী। শেষে বিবাদ চরমে উঠলে উপায় না দেখে নিজের বাসস্থান ও কর্মক্ষেত্র পরিবর্তন করা ছাড়া গত্যন্তর পেলেন না তিনি। তাই ঢাকা থেকে একেবারে মুখসুদাবাদ। ছোট কিন্তু গোছানো শহর৷ সেখান থেকেই শুরু স্বাধীন ভাবে কাজ। তারপর থেকে বাদশার কাছে বাংলা থেকে কর বাবদ পৌঁছে যায় অঢেল ধনরাশি আর নজরানা। গরুর গাড়ি ভর্তি নগদ সঞ্চয় করে পৌঁছে যায় দিল্লী৷ সেই অংকটা কখনো কখনো এক কোটিও ছুঁয়ে যায়৷ তাই স্বভাবতই খুশি কেন হবেন না বাদশা। সমস্ত কাজেই মুর্শিদকুলীর স্বাধীন দায়িত্ব। আর বিভিন্ন রাজা ও জমিদারদের থেকে কর আদায় করতে তিনিও সিদ্ধহস্ত। তাই ঠিক সময়ে করের অংক পৌঁছে যায় মুর্শিদাবাদে। অধ্যায়টার শুরু এভাবেই৷ আলো জ্বলবার মুহূর্তটাও শুরু সেই থেকেই৷ দিনটা মেঘলা হলেও ঝকঝকে। রোদের হালকা কিরণে ভিজে যাচ্ছে আজকের মুর্শিদাবাদ। আজ চলার পথে আর মুর্শিদাবাদের রাজধানী তকমা নেই। একটা শহরের কাঠামো নিয়ে তৈরি হয়েছে আর একটা শহর। আর ধীরে ধীরে জীবাশ্মে পরিণত হয়েছে পুরনো শহরটা।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register