Fri 19 September 2025
Cluster Coding Blog

জন্মের প্রথম শুভক্ষন - এ অর্ণব সাহা (গুচ্ছ)

maro news
জন্মের প্রথম শুভক্ষন - এ অর্ণব সাহা (গুচ্ছ)

হেমন্তের ঘাতক বিকেল

১ | ক্যাথিড্রাল-চুড়ো থেকে ভেসে গিয়েছিল সাদা বক আমার আরেক জন্মে তার নাম নীরবতা ছিল! খিড়কিপুকুরের ধারে ঠায় বসে থাকত সারাদিন আর তাকে নজরে রাখত নিরপেক্ষ প্রেতিনীর চোখ টায়ার-পোড়া কালচে ধোঁয়া—কারা যেন আগুন জ্বেলেছে! আগুনে পুড়েছে সবজি। আলু ও টোম্যাটো। খড়কুটো। হোলির আগের রাতে এভাবেই আত্মশুদ্ধি হয়... একটা আস্ত জনপদ রংচটা ফোটোগ্রাফে চুর... এ গল্পে সন্ত্রাস আর রক্তবর্ণ নীলিমা প্রচুর ২| সূর্য, ড্রপ-খাওয়া বল, গড়িয়ে নেমেছে আকাশ: এক মাছ-ধরার জাল! ফেটে-যাওয়া তুলোবীজ হাওয়ায় ছড়ানো স্বপ্নের চৌমাথা। অফিসযাত্রীর পায়ে ছুট দিয়েছে কেউ চিলেকোঠায় বসে পোড়াচ্ছে রেডবুক যারা, তাদের সামনে স্তূপ-করা বিবর্ণ ফটোগ্রাফের পাহাড় সময়ের কঙ্কাল! ঊর্ধ্বশ্বাস এই শহরে মানুষগুলোও হারিয়ে যাবে দ্রুত...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register