কবিতায় তাহমিনা শিল্পী
আমি তোমার অনুরাগী
বসন্ত চলে গেলেও
আমি তোমার অনুরাগী
এখানে সরাইখানা নেই একটাও
আমি ঘাসের চাদরে বসেবসে
মাটির পেলবতার সাথে
চাঁদের আলো মিশিয়ে
তোমার চোখের মদিরা পান করি
আর তোমার অপেক্ষা করি।
তুমি এলে জানতে পারবে,
আমি তোমার শ্রেষ্ঠ প্রয়োজন হতে পারি!
0 Comments.