Fri 19 September 2025
Cluster Coding Blog

কবিতায় স্বর্ণযুগে বিশ্বজিৎ কর (গুচ্ছ কবিতা)

maro news
কবিতায় স্বর্ণযুগে বিশ্বজিৎ কর (গুচ্ছ কবিতা)

১| মাগো, কলম দাও!

চিন্তা - ভাবনার মোড়কে আটপৌরে জীবন..... ছেলেবেলার নামতাপাঠে হিসেবনিকেশের স্পন্দন! মাগো, কিছু বলো - বর্ণ দাও, শব্দ দাও, ছন্দ দাও! সমঝোতার ফিসফাস..... কলম বিক্রি হচ্ছে, সস্তায়! মাগো, চুপ করে থেকো না - অভয়ের বাণী শোনাও... কান্নাগুলো তীব্রতর হচ্ছে অরাজকতার রাজপথে! ও মা, কলম দাও - কবিতা লিখব, আপোষহীনতার!

২| আর কত!

কত কথা শুনে চলেছি - সব বুঝতে পারি না! কেন যে সবাই কথা বলে! কত কিছু দেখে চলেছি - সব মনে দাগ কাটে না! কেন যে সব চোখে পড়ে! মিথ্যার জাল বুনছে কথা - সাজানো ঘটনায় ছবি রঙিন - পৃথিবীতে এ কোন্ পৃথিবী! বাতাসে গাছের পাতা নাচছে কই? আর্ত্তনাদ, হাহাকার, অট্টহাসিতে - পাখির গান শোনা যায় না! আর কত কবিতা লেখা চলবে?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register