কবিতায় দয়াময় পোদ্দার
উদ্বাস্তু
আজ আমি তোমার শহর ছেড়ে চলে যাব,
চলে যাব কোন এক নতুন শহরে।
সে শহর আমার কাছে আপাদ-মস্তক অচেনা।
মানুষের খাদ্যাভ্যাস, তাদের কথা বলার ভাষা
স্ট্রিট লাইট, বুনো ফুলেরা- সবকিছু সেখানে নতুন।
আমাকে কিনতে হবে একবুক হাওয়াকে
যে হাওয়ায় যখন খুশি শ্বাস নিতে পারি।
এক আঁজলা আগুন। যে আগুন ইচ্ছেমতো
আমাকে পোড়াতে পারে।
তোমার শহর থেকে আসার সময়
আমি কিছুই নিয়ে আসিনি-
একটি কালি ফুরিয়ে যাওয়া পেনের মুখ ছাড়া ;
তাকে হাতে নিয়েই একজীবন তোমার শহরে
ফিরতে চাইবো,
এই শহর থেকে নতুন আরেক শহরে...
0 Comments.