Tue 23 September 2025
Cluster Coding Blog

কবিতায় মৃত্যুঞ্জয় সাহা

maro news
কবিতায় মৃত্যুঞ্জয় সাহা

হলুদ কৃষ্ণচূড়া

গাছটা এখন আর নেই ওখানে.. সে বহু বছর আগেই ঝড়ের তান্ডবে ভেঙ্গেছে , কতো স্মৃতি জড়িয়ে আছে ওখানে তাইতো বারবার ফিরেআসে অলোক । সে বলে আমার আর তোর নাম লিখেছিলিস ভাঙ্গা কম্পাস দিয়ে মনে পরে সে কথা ! কিভাবে তুই আর আমি টিফিনের টাকা দিয়ে হাবু দার মুড়ি মাখা নিয়ে বসতাম ! ঝড়ে ভাঙ্গা কৃষ্ণচূড়া গাছটা নিয়ে যাওয়ার পর , অলোক গোড়াটার সামনে দাঁড়িয়ে কার সাথে কথা বলে ? মৌমি তো ওই ঝড়ের দিন অলোকের জন্য অপেক্ষা করছিলো সেই কৃষ্ণচূড়ার নিচে , অভাগী আজ আর নেই... তাই অলোক আজও ওই স্থানে মৌমির অপেক্ষায় উন্মাদ বিচরণ করে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register