কবিতায় অর্জুন চক্রবর্তী
এনগেজড্ বান্ধবীকে
আমার ব্যাকুলতা
ডালিমের মতোই - ঋতুবতী, টকটকে লাল
তুমি জানতে -
লক্ষ্মণ রেখা ডিঙিয়ে যাওয়ার সাধ্য আমার নেই
তবু, পাশে বসে বাদাম খেতে - বিপজ্জনকভাবে।
তোমার প্রেমিক
উসকো খুসকো, ক্ষ্যাপাটে, ঢ্যাঙা লোক -
ফুটপাতে বসে বিড়ি টানে। আমি জানি
তুমি নিরীহ, চির - অবিশ্বাসী।
আমি রাজনীতিবিদ নই
তবু আজীবন ভালোবাসা আমার কাছে সংখ্যালঘু।
0 Comments.