কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর
সব শান্ত হোক!
বসন্তের দেখা মিলেছে,
আজ শশীবাবুর বৃদ্ধাশ্রমের যাওয়ার দিন -
নতুন জীবন! নতুন আশ্রয়! নতুন সাথী!
বসন্তের দেখা মিলেছে,
কারখানা বন্ধ হয়ে গেছে শিবুর -
নতুন দোকান! লটারীর টিকিটের!
ভাগ্যের খোঁজে নতুন মাধ্যম!
বসন্তের দেখা মিলেছে,
খাঁচায় বন্দী কোকিল পালিয়েছে -
প্রকৃতির ভেলায় বাঁধনছাড়া!
বসন্তের দেখা মিলেছে,
দাদা-দিদি'র সমাজসেবার সেল্ফিতে -
কাগজের শিরোনামায়!
আজ অটো রাস্তায় নামেনি
সকালে রক্তদান বাদলের, তাই!
বসন্তের দেখা মিলেছে।
0 Comments.