Sun 21 September 2025
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়   কলকাতায় ঠান্ডা পড়ল না । শীতঘুম থেকে শীতবস্ত্ররা আড়মোড়া ভেঙে উঠে বঙ্গসন্তানদের জড়িয়ে ধরল না । মাঙ্কি টুপি বঙ্গশিরে চেপে বসল না । এ দু:খ রাখার বাঙলি যখন জায়গা পাচ্ছে না তখনি শীত বাবাজি কৃপা করে হু হু হাওয়ার কাঁপন ধরিয়ে কড়া গলায় হুকুম দিলেন পারদকে 'নেমে যাও' । পারদ কি আর সেই হুকুম অমান্য করতে পারে, সেও তরতর করে বাধ্য বাচ্চার মত নেমে পড়ল । ব্যাস বঙ্গবাসীর দিলখুশ, বঙ্গ পাতে বেগুনপোড়া, ফুলকপি, কড়াইশুটির কচুরি, নতুন আলুর দম, স্যালাডে প্রচুর সবুজের সমারোহ, নতুন গুড়ের মাতোয়ারা সুবাস, ভোরের খেজুরের রসে সোনালী ভালবাসা ছলকে উঠল। ডিম ভরা পার্শে, কচি পাঠা, আড়, বোয়ালের তেল চুকচুকে শরীর বাঙালির প্রেমকে একেবারে মহাসমারোহে পাতে এনে ফেলল । এই না হলে শীতের মেজাজ । আহারে বাহারের জয় হোক । উষ্ণতা বেঁচে থাক চা কফির কাপে । ইন্দ্রাণী ঘোষ 
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register