Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সোমা মুখোপাধ্যায় (গুচ্ছ)

maro news
কবিতায় বলরুমে সোমা মুখোপাধ্যায় (গুচ্ছ)

ফিরে এসো বিনয়

"সমস্ত পশুর মতে মানুষ ই শ্রেষ্ঠ পশু" এমন স্পষ্ট উচ্চারণ যিনি করেন তাকে অবশ্যই মানসিক ভারসাম্যহীন হতেই হয় ? নাকি, যিনি এমন বলে দেন সাবলীলতায় সমাজ তাকে পাগল বলেই ধরে নেয় ! আমরা সকলেই কম বেশি পাগল তবে সৎ পাগল আর কজন হয় ? সবই তো সেয়ানা সেয়ানা _ "বিড়ালেরা মাটিতে শোয় না বিড়ালেরা প্ল্যাস্টিক চেয়ারে শোয় " বিনয় যা দেখতেন তাই লিখতেন বিড়ালেরা অবশ্যই মাটিতেও শোয় , শোয় ঘাসের গদিতেও__ যা উনি দেখেন নি । অথচ সেয়ানারা যা দেখেন না , তাই লিখে চলেছেন। যা দৃশ্যমুখর তা মুছতে তৎপর। ভয় ! নাকি স্তাবকতা ! এ সেয়ানা কোলাকুলি মরশুমে , ফিরে এসো বিনয় । ফিরে এসো __ তোমার পাগলামি সৎ ঋজুতা নিয়ে । এসব ভাবতে ভাবতেই বেড়াল, মানুষ, পশু খুঁজেই চলেছি__ খুঁজেই চলেছি ___  

মায়া বিদ্যুৎ

গান্ধর্বে প্রোপোজ ছিল __ বইমেলার লুকোচুরির শেষে__ প্রকৃতি বুঝল সকলই ছেড়ে দিতে হয়। আকাশ বার্তা দিল বিয়ে এক মানসিক ব্যাধি আকাশের বন্ধুনী হল সকল গাছেরা । প্রেম আসলে মায়া বিদ্যুৎ সচরাচর এ তল্লাটে আসেনা । আর প্রোপোজ বুঝে গেল সারাৎসার আর সব গাছেদের নিয়েই জগৎ সংসার আর শরীর বুঝেছিল‌, ঘাম ঝরানো দরকার সেখানে কোন মনকেমন থাকবে না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register