কবিতায় বলরুমে মনোনীতা চক্রবর্তী
স্রোত
গল্পগুলো সব কেমন যেন
জড়ো হয়, মিশে যায় আবার
ভেঙে টুকরো - টুকরো হয়ে যায়।
না - মেলা ফ্যালাসির মতো
ঠায় দাঁড়িয়ে সমুহ কৌশল।
গিলে ফেলে, উগরে দেয়;
দ্বিধাগ্রস্ত একটা অস্বচ্ছ জীবনলিপি।
ওই অস্বচ্ছ একটা স্বপ্নের ভিতর
কেউ এসে আঙুল ধরে; কিন্তু ধরতে - ধরতেই আলগা হয়ে যায় সেটুকুও!
তীব্র পুড়ে যাওয়া থেকে ঢের দুরত্বে উপশম; এ জীবন নিয়ে কী করে বাঁচি বলো তো!
বৃক্ষের ধৈর্যের ও ধারণের দিকে তাকিয়ে থাকতে - থাকতে নিজেকেই খুঁজে পাই না আর...
পাথরে - পাথরে না - আগুন, না - বৃষ্টি
অথচ, চারপাশে উত্তাল গরম ভাপ;
না ভাতের মতো
না ভালোবাসার মতো
0 Comments.