- 3
- 0
ভাঙো ভাঙো লোহার প্রাচীর
বুকে টানো কুয়াশার শ্বাস ;
গড়েছি অর্ধেক সেতু ঘামে
বাকি ঘামে ভাসি বারোমাস ।
হাঁটো হাঁটো পিঁপড়ের দল
মুঠো মুঠো খাদ্য চুরি করো ।
অনাহারে কাব্য খুঁজে পাও ?
নিজে তবে গলা টিপে মরো -
জল চেয়ে গ্লিসারিন পাই
লোকে ভাবে বেজায় কৃপণ ;
কাঠুরিয়া ফিরে এলো যেই
পুনরায় গাঢ় হলো বন ।
উরু জুড়ে ভালোবাসা এসো
দিনরাত ঘেঁটে ঘষা কাঁচে ,
খোলা চুলে প্রেমিকার হাসি
কে না জানে বেজায় ছোঁয়াচে ।
বাঁধি জল নদী - খালে - বিলে
ফুলেদের রাখি গাছে গাছে ।
বুঝবে গোধূলি দেখা দিলে
কোথাও তো লোকালয় আছে -
0 Comments.