- 3
- 0
কতকাল ওই পথে যাওয়া হয়নি,কতকাল হল ছুঁয়ে দেখা হয়নি এইট বি ক্লাসরুমের উত্তরের দেয়াল।প্রায় তেইশ বছর, এতদিনে ওই ঘর থেকে বেরিয়ে গেছে কত কত আকাশি জামা সাদা মোজা কেডস।ওই দেয়ালটাতেই তো আমাদের সেকশনের চুয়াল্লিশ রোলের প্রথম প্রেম হয়েছিল পাশের বাড়ির ছেলেটার সাথে,সেইজন্যই তো অফ পিরিয়ডে পিঁপড়ের দল চাক বেঁধে বসে থাকত চিনিরশিরার চারধার ঘেঁষে। প্রথম অনুভূতি প্রথম টান প্রথম ছোঁয়া এসব তো তিতলির মত। সজনেফুলের মত।ভোরের সাদা আলো হঠাৎ ঘুমের ঘোরে চোখে এসে পড়লে যেভাবে হকচকিয়ে যাই ঠিক সেভাবেই সেই ক্লাসরুম হকচকিয়ে যেত।লিখে রাখত প্রতিটি নক্ষত্রের নাম।বিশ্রাম শেষে আমরা এক হতাম। পিঠের ওপর তুলে নিতাম বিদ্যালয়,
ক'দিন হল অঘ্রাণ মাস পড়েছে,রাতের দিকে কুয়াশা পড়ছে,গাছের মগডালে জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে চাঁদ। উঁকি দিয়ে দেখছি যারা এতকাল ঘিরে রেখেছিল গাছের মত তারা নিথর কালচে। এখন নবান্নের দিন,হলুদ দুপুরের দিন।এখন মহাসমারোহ।এখন হেমন্ত অধ্যায়।
0 Comments.