Fri 19 September 2025
Cluster Coding Blog

সম্পাদিকা উবাচ

maro news
সম্পাদিকা উবাচ

আত্মলোপ অঙ্গীকারে জীবনের গ্রাস মুখে তুলিনি ৷ মৃত্যুর প্রতি নৈকট্য অনুভব করি বারবার ৷ গর্ভিণী ইচ্ছেগুলোর শ্বাসরোধ করে পৃথিবীর সাত ভাগ জলের নিবিড় গর্ভগৃহে পুঁতে এসেছি কবেই ৷ প্রেমের আর্দ্রতা কুমুদিনী করে না আমাকে ৷ জ্বলন্ত অঙ্গার মারিয়ে অনন্তের পথে হেঁটে যাই ৷ ক্লান্তিহীন জঙ্গম জীবন নিয়ে অনায়সে বারোয়ারি নলকূপে ধুঁয়ে নিই ভালোবাসার স্ফটিক স্বাদ ৷ রক্তের ফোঁটা ফোঁটা বুদ্বুদে সন্ধ্যা নামে ৷ আমি যন্ত্রণার মরিচগুলো ডলে নিই জন্মান্তরের আলপথে ৷ প্রতিটি জন্মে উদবাস্তু আগুনকে বুকে জড়িয়ে খান্ডব দহনে মাতি ৷ প্রেমের কুসুমভার জ্যোতির্ময় করে না আমায় ৷ পাঁজরের ফাঁকে-ফাঁকে , জ্বলতে থাকা তুষের আগুন, জাতিস্মরের গল্প শোনায় ৷
জীবনের এই জাতিস্মরের গল্পগুলোই কখনও মণিমাণিক্যের মত আটকা পড়ে তরঙ্গের মধ্যে, কখনও আবার জোনাকির মত উড়ে যায় তারা অরণ্যের দিকে৷

সুস্থ থাকুন ভালো থাকুন পড়তে থাকুন লিখতে থাকুন৷


রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register