Fri 19 September 2025
Cluster Coding Blog

কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

maro news
কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

কন্যে সাজো তো দেখি

গত পর্বে বলেছিলাম ঘরোয়া কিছু টিপস যেখানে তুমি নিজের পোশাক কে করে তুলতে পারো আরও আকর্ষণীয়, আজ বলবো সেরকমই কিছু টিপস্ যাতে তোমার ত্বক হয়ে ওঠে অনন্য।

১.কলা- দুটো কলা নিয়ে মিক্সিতে দিয়ে বেঁটে নাও ও এবার এটা পুরো মুখে মেখে নাও কাদা কাদা করে। শোকানো পর্যন্ত অপেক্ষা করো তারপর হালকা হাতে ঘসে পরিস্কার জলে মুখ ধুয়ে নায়।
ত্বক হবে উজ্জ্বল ও আকর্ষণীয়।

২.চটকানো কলার সাথে মিশিয়ে নাও কিছুটা চালের গুঁড়ো। সারামুখে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে নাও জলে। পছন্দসই টোনার ও ময়স্চারাইজার লাগিয়ে নাও গোটা মুখে।

৩. চোখের নীচের কালি দূর করতে দুটো স্টিলের চামচ ডিপফ্রিজে রেখে দাও ১০ মিনিট। এবার বের করে চোখের উপর চাপিয়ে রাখো যতক্ষণ না চামচ স্বাভাবিক উষ্ণতাতে আসছে। এবার মুখ ধুয়ে নাও জলে।

৪. সপ্তাহে দুই থেকে তিন দিন একটা পরিস্কার পাতলা কাপড়ে দু-তিন টুকরো রবফ নিয়ে ম্যাসাজ করো সারা মুখে ১০/১২ মিনিট। বরফ রক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বক উজ্জ্বল করে।

৫.সারাদিনের ক্লান্তি দূর করতে এক গামলা হালকা গরম জলে একটু ভিনিগার, একটু নুন ও একটু শ্যাম্পু গুলে পা ডুবিয়ে রাখো ৩৫/৪০ মিনিট। জলের রং বদল হলে একটা লুফার সাহায্যে পা হালকা ঘসে নিয়ে শুকিয়ে নাও। এবার ময়স্চারাইজার দিয়ে ম্যাসাজ করো বেশ কিছুক্ষণ।
ক্লান্তির সাথে সাথে পা ও ঝকঝকে হবে।

আজ এইটুকুই। এই সব ট্রিকসগুলো ব্যবহার করে জানিও সামনের সপ্তাহে৷ ততক্ষণে আসছি আবার নতুন কিছু নিয়ে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register