কবিতায় বলরুমে অমিত বাগল
জয়-বিজয়
হাসতে হাসতে গায়
আকাশ ও ধ্রুবতারা, জয় ও বিজয়--
ঠিক যেন দুই-ভাই
জীবনের নেই পরাজয়--
ভয় নেই, নেই তার ক্ষয়
থাকে শুধু কাজ আর কাজ আর কাজ
নদীর বহতা
থাকবে না এইসব, খাঁজ-কাটা কাঁটাতার দেয়া
ভুলভাল অকাজ কুকাজ
পথ-মাঝে
বিদ্যুৎ- বাজ
0 Comments.