পুরোনো বইয়ের ভাঁজে,
গোলাপের পাঁপড়ি ঝরা,
মনে করায়,
সময়টা এগিয়ে গেছে বহুদূর,
ফেলে আসা সেই পথ,
যদি আরও দীর্ঘ হতে হতো,
আমার গল্প টাও হয়তো,
একটা রূপকথা হয়ে যেত।
ফেলে আসা শব্দগুলোর ঠিকানা নেই জানি,
তবু তাদের খুজেঁ বেড়াই,
আজ ও স্মৃতির অলি গলি!
ঝড়ে পড়া পাঁপড়ির কান্না,
ভেসে বেড়ায় বাতাসে।
শ্রাবণ শুধু জানে,
বৃষ্টির সাথে মিশে কিছু নোনাজল,
গেলো দূরে ভেসে!
0 Comments.