আমার স্তব্ধ হয়ে যাওয়া দৃষ্টিতে,
হাজার জোনাকির আলো জ্বলে।
আমার থেমে থাকা শীতল প্রেম,
আজও উত্তাপ খোঁজে।
আমি থেমে নেই,,,, কোথাও!
হৃদয়ের ভাঁজে ভাঁজে ভাঙ্গা গড়ার খেলায়,
আমার মন মাতোয়ারা!
তোমার দেওয়া ব্যথার মাঝেই,
খুঁজে নিয়েছি আমার অনাবিল সুখ টুকু!
আমি সত্যি ভালো আছি! ভীষণ ভালো!
0 Comments.