Thu 18 September 2025
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব - ৪)

maro news
সাপ্তাহিক ধারাবাহিকে মৃদুল শ্রীমানী (পর্ব - ৪)

মজুর, মার্ক্স ও মে দিবস

৪ আমেরিকার সোশিয়ালিস্ট লেবার পার্টি ১৮৭৭ সালের ডিসেম্বর মাসে নিউ জার্সির নেওয়ার্কে একটি কনভেনশন আয়োজন করেন। অ্যালবার্ট সেখানে ডেলিগেট হিসাবে যোগদান করেন। আমেরিকার ওয়ার্কমেনস পার্টি নির্বাচন আয়োজন করেছিল‌ সেখানে প্রদত্ত ভোটের ছয়ভাগের একভাগ অর্জন করে অ্যালবার্ট চিকাগো শহরের অল্ডারম‍্যান হন। ১৮৭৭ এই গ্রেট রেলওয়ে ধর্মঘট হয়। তার আয়োজন করতে চিকাগো মার্কেট স্ট্রিট সমাবেশে অ্যালবার্ট বক্তা হিসেবে আমন্ত্রিত হন। ১৮৭৯ তে বছরের শেষের দিকে সোশিয়ালিস্ট লেবার পার্টির দ্বিতীয় জাতীয় কনভেনশন হয়েছিল। অ্যালবার্ট সেই কনভেনশনে অংশগ্রহণ করেন। কিন্তু ক্রমেই তিনি প্রথাগত শ্রমিক ইউনিয়নের প্রতি শ্রদ্ধা হারাচ্ছিলেন। তথাকথিত শ্রমিক ইউনিয়নের ভিতরের অসংগতিগুলি, নিয়মতান্ত্রিকতাগুলি অ্যালবার্টকে ক্লান্ত করছিল। তিনি ক্রমশঃ প্রথাগত শ্রমিক ইউনিয়নের বিভিন্ন ধরনের কাজের থেকে নিজেকে সরিয়ে নিয়ে দিনবদলের উপযোগী কোনো সংগঠন তৈরি করতে চাইছিলেন। এই লক্ষ্যে অ্যালবার্ট পারসনস দি অ্যালার্ম নামে একটি পত্রিকা বের করার উদ‍্যোগ গ্রহণ করেন। শ্রমিকেরা নিজেদের দাবিকে উচ্চে তুলে ধরে গান বাঁধল। এই ভাবে ধৈর্য ধরে একটা পরিকল্পিত সুশৃঙ্খল আন্দোলন গড়ে তুলতে চাইছিলেন যাঁরা, তাঁদের মধ্যে লুসি পারসনস আর অ্যালবার্ট পারসনস বিখ‍্যাত এক দম্পতি। লুসি এলডাইন গঞ্জালেস পারসনস (১৮৫১ - ১৯৪২) ছিলেন অসাধারণ বক্তা আর শ্রমিক সংগঠক। বিপ্লবী সমাজতন্ত্রের চর্চা করতে করতে তিনি কমিউনিস্ট হয়ে উঠেছিলেন, সেইরকম কমিউনিস্ট যারা শ্রেণিদ্বন্দ্ব ও শ্রেণিসংগ্রামের প্রতি আস্থাবান। আর অ্যালবার্ট রিচার্ড পারসনস (জুন ২০, ১৮৪৮ - নভেম্বর ১১, ১৮৮৭) কৈশোর থেকেই দিনবদলের স্বপ্ন দেখতেন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register