কবিতায় বিমল রায়
সরল বিশ্বাসে
একদিন মদ খেলে তোর জন্য বৃষ্টি হতে যাব
প্রবল বর্ষন বেগে ভেসে যাবে নকল সংসার
নিজের অস্তিত্ব ভুলে বাঁচার আনন্দে শুধু
উপবনে হেঁটে যাব, সব শব্দ ভুলে ঝর্নার গানে
নিজের গ্লানি লিপি মুছে দেব বিনা অঙ্গীকারে
লিখে যাব বৃষ্টির জল কোনো দায়ভার বহন করে না।
0 Comments.