T3 || ১লা বৈশাখ || 26য় বনমালী নন্দী
নববর্ষ
কত কথা থাকে
বলা হয় না
স্রোতে হারিয়ে যায়
এক নদী থেকে অন্য নদী
প্রতিদিন চৈত্র আসে
শুনায় গান
ঝরা পাতাদের
প্রতিদিন ভোর হয়
কোকিল ডাকে
ফুল ফোটে
কিন্তু রাত্রি থেকে যায়
তার শুরু আছে
শেষ নেই
অন্তহীন অন্ধকারের ভিতর
সূর্য ওঠে প্রতিদিন।
0 Comments.