T3 || ১লা বৈশাখ || 26য় প্রণব কুমার বসু
নির্ভয়
আট দশটা বুড়ো বসে আড্ডা মারে লেকে
বয়স অনেক হয়েছে ওদের মনে হয়না দেখে -
কেউবা করে বকর-বকর, কেউবা শুধুই হাসে
অবাক হয়ে তাকায় যারা বসে আশেপাশে -
কোন বুড়োটার টাক মাথাতে আছে দুটো চুল
কোন বুড়োটা বড্ড বেশি মারে শুধুই গুল -
ওদের মধ্যে ছিল যে কেউ নামকরা ডাক্তার
কোনটা আবার শিল্পী ছিল - কোনটা যে মোক্তার -
ডানের থেকে সিমপ্যাথী কার বামের দিকে বেশি
কারো আবার পেলে-ই ভাল - কারো ভাল মেসি -
ভাঁড়ের চায়ের সঙ্গে চলে সিগারেটের ধোঁয়া
কেউবা বলে পরের দিনে খাবে বিরাট মোয়া -
পক্ক কেশের বুড়োটা বলে - একটুখানি দাঁড়া
আর একটা ঠিক বলে ওঠে - আমার আছে তাড়া -
এমন করেই কাটবে যে দিন জানেনা আরো কত
দুশ্চিন্তা সব ছুঁড়ে ফেলে কাটায় মনের মতো |
0 Comments.