T3 || ১লা বৈশাখ || 26য় সোনালী ঘোষ
সহজিয়া
সমুদ্রের ভাষা শিখে গেলে,
শরীর তখন অনাত্মীয়ের ঘর।
আসেপাশে আবছায়া সব।
তিরতির কাঁপে দরজা জানালা আর যা কিছু সম্বল।
ঝুরি বেয়ে স্তব্ধতা গিলে খায় পাতা চোঁয়া আলো।
আচমকা দমকা হাওয়া ছুটে
এসে হা মাধব হা মাধব ডাকে
তাকে জল বাতাসা দাও...
0 Comments.