T3 || ১লা বৈশাখ || 26য় অমিতাভ দাস
টিপ
এতদিন তাকে দেখেছি ।
এতদিন কত কথা হয়েছে।
কতবার বলেছি কপালে
সিঁদুর নেই কেন ?
আজ একটা ছোট্ট টিপ
তার ভ্রু যুগলের মাঝে আঁকা--
কালো। যেন ছোট্ট একটা পৃথিবী--
যেন কিছু কান্না ছিল ।
কিছু আগে থেমে গেছে ঝড়
তুমুল দাপাদাপি--
পৃথিবী নিজেকে সাজিয়ে তুলছে
একটু একটু...
একটু একটু করে চিন্ময়ী
মৃন্ময়ী হয়ে উঠছে আজ ।
সাধকের সামনে খুলে যাচ্ছে
জগতের সেইসব চির অধরা,
চির অব্যক্ত রহস্যের সব জট...
0 Comments.