T3 || বাণী অর্চনা || 26য় রুনা দত্ত
দিবারাত্রির কাব্য
সা থেকে আবার সা এভাবে...
না পৌঁছানো হয় না
উষ্ণায়নের স্রোতে ভেসে যেতে যেতে
মোমের মতো কখন যে দ্রবীভূত হয়ে যায়
আবেগী মন।
নির্জন রাত্রির বুকে নকশিকাঁথা জুড়ে
ফুটে উঠে নারী পুরুষ
প্রেম ভালোবাসা ।
ঠিক যেন জীবনের দিবারাত্রির
কাব্য বা কবিতা ...
0 Comments.