সুমেরু বন্দরে তোমার তাম্র লিপির একখানি পত্র পেয়েছি
বসন্ত বাতাসের অপেক্ষায় আজো উত্তর দেওয়া হয়নি;
মন যদি দূরবীন হতো তাহলে হাওয়ার গতিবিধি দেখে
পাড়ি জমানো যেতো তোমার দূরন্ত ফাগুন দেশে...
তুমি কি কখনো আমার আত্মনাদ শুনেছো?
কখনো এক মুটো অন্নের হাহাকার দেখেছো?
কখনো তপ্ত রোদের আদরে কৃষকের সুখ দেখেছো?
তুমি কি কভু জীবনের পরাজয় নিয়ে বাঁচার লড়াই দেখেছো...
দেখেছো কি শব্দের বারুদে মূর্ছা যেতে এক ফালি সুখ?
দেখেছো কি নারীর অচলায়তন?
তোমার তো সব কিছুতেই বিরক্তি,
তুমি একলা আপন আগুন ঝরা বাসন্তী।
0 Comments.