Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সায়নী ব্যানার্জী

maro news
কবিতায় সায়নী ব্যানার্জী

বন্ধ চোখে

দীর্ঘ প্যারেডের যে রাস্তা আজও প্রতিদিন মধ্যরাতে নগ্ন- প্রচারিত মুহূর্তের গরিমায় সেথা, ঠুনকো আলোয় তুমি মগ্ন l তোমার চোখে নোটিফিকেশনের ভিড় , সাবধানী সিগন্যাল রঙিন নেশায় ডুবে- শুনশান রাস্তায় আগুন জ্বালায় দেহ, স্মার্টফোনের আলো হঠাৎই গিয়েছে নিভে l তোমার জন্য হাতছানি অপেক্ষারত, হাসির রোলে অভিসন্ধি ঢাকা পড়ে- রাস্তা খুঁজে নক্ষত্র পাশ কাটিয়ে যায়, পরের জন্য কেই বা লড়াই করে ? তবুও তুমি হাই হিলের জীবন খোঁজো, গ্লাসের চুমুকে আমিত্বের প্যারেডে নেমে- উন্মত্ত শরীরের তীব্র গতির চাকা বারণ শোনেনা রাতের কন্ট্রোলরুমে l সকাল হলে ব্যাস্ততা ফিরে আসে, প্যারেড নামে তারিখ কিছু খুঁজে- কাল ভুলিয়ে আজের জন্য লড়াই, বর্তমান চিরকালই বেঁচেছে চোখ বুজে ll
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register