Thu 18 September 2025
Cluster Coding Blog

কবিতায় সারদামণি মণ্ডল

maro news
কবিতায় সারদামণি মণ্ডল

অপেক্ষা

রাতের প্রহর গুলোই শুধু জানে - চোখের কোণে কালি তো রাত জাগার ফসল। নীরব বালিশ যে ইতিহাস সম সাক্ষী ... নোনা জলে ধুয়ে গ্যাছে চোখের কাজল ।
চাওয়া পাওয়ার অঙ্ক কষে ক্লান্ত এ মন, হিসেব মেলে না কিছুতেই.... ঊষার আলো চোখে জ্বালা ধরায় , ভোরের বাতাসেও স্নিগ্ধতা নেই ।
কথা বললেই শুধু শুধু ঝামেলা বাড়ে, সযত্নে বন্দক রেখেছি তাই..... তুমি চাইলেই ফেরৎ আনতে পারো, এখানে সুদের কোন কারবার নাই ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register