"সুজাতাকে ভালবাসতাম আমি - এখনাে কি ভালােবাসি? সেটা অবসরে ভাববার কথা, অবসর তবু নেই; তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে।” - এই বলতে বলতে পার্থ এসে বসল মুরলির পাশে।
মুরলি বলল, “এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে সুজাতাকে আমি ভালােবাসি কিনা।” এ তাে “লােকেন বােসের জর্নাল।” তুমি তাে গান গাওয়া শুরু করেছিলে।
একগাল হেসে পার্থ বলল, এটা সিজিনাল।
- মানে?
0 Comments.