Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ৫৯ বিষয় - অপ্রত্যাশিত / মহরম / রাখী বন্ধন

রাখীবন্ধনের অঙ্গীকার

নিছকই একটা ধাগা নয় এই রাখী.... এ সুতোয় বাঁধা আছে বিশ্বাস.. নিঃশর্ত প্রতিশ্রুতি পালনের পবিত্র অঙ্গীকারে, সত্যের বুনিয়াদে আন্তরিক আত্মনিবেদনে, রক্ষাবন্ধনের কবচে বাঁধা পড়ে প্রিয়জন! পৌরাণিক যুগ থেকে সমসাময়িক স্রোতে নানা আঙ্গিকে রাখী মহিমান্বিত রূপে, রক্তের সম্পর্কে, বন্ধুত্বের বাঁধনে,সুহৃদের মঙ্গলে, দেশপ্রেমের উন্মেষে.... আপন গৌরব ছড়িয়েছে স্বর্গীয় সৌরভে। রাখীর মাহাত্ম্য কিছুটা মিথে কিছুটা বাস্তবে, রাখীবন্ধনের মূল নির্যাস লালিত হয় আবেগে- বিশ্বাসে।
নিছকই একটা ধাগা নয় এই রাখী.... এ সুতোয় বাঁধা আত্মিক বন্ধন... ভগিনীর ভালোবাসায় প্রাণের আবেগে... ভাইয়ের নির্ভেজাল অকৃত্রিম স্নেহময় পরশ!
তবু, সমাজের বুক কেঁপে ওঠে বারে বারে.... নারী যখনই লাঞ্ছিত হয় রাখী বাঁধা কোনো হাতে! রাখীর মান ধূলায় মেশে নির্যাতিতার ক্রন্দনে। কেন পারি না রাখতে রাখীর মান? নারীর সম্মানার্থে রাখী হোক রক্ষাকবচ.... প্রতিটি নর নারীর মধ্যে গড়ে উঠুক পারষ্পরিক সম্মানবোধ, রাখীবন্ধন.... হয়ে উঠুক ভাইয়ের মঙ্গলকামনায়, বোনের নিরাপত্তা রক্ষায় এক শপথের অঙ্গীকার।
নিছকই একটা ধাগা নয় এই রাখী.... এ সুতোয় বাঁধা সম্প্রীতির বন্ধন...! জাতপাত, উচ্চ-নীচ, ধর্মীয় ভেদাভেদ ভুলে, হলুদ সুতোয় মানবতার জয়ধ্বনি চিরন্তন।
তবু, সমাজ আজও রক্তাক্ত হয়ে ওঠে...! সাম্প্রদায়িকতার অনলে হিংসা-দ্বেষ- হানাহানি, পবিত্র রাখীতে লাগে লাল খুনের ছোপ দাগ! সৌভ্রাতৃত্বের নিধনে অখণ্ডতা হয় ধূলিসাৎ! কেন পারি না দিতে রাখীর দাম? সর্বধর্ম নির্বিশেষে সর্বস্তরে, মনের কলুষতা মুক্ত হোক রাখীর পরশে, রাখীবন্ধন... হয়ে উঠুক সৌহার্দ্য - সহমর্মিতা -সৌভ্রাতৃত্বে, দেশের একতা রক্ষায় এক শপথের অঙ্গীকার।
নিছকই একটা ধাগা নয় এই রাখী..... এ সুতোয় বাঁধা প্রেম- প্রীতির বন্ধন...! রক্তের সম্পর্কের ঊর্ধ্বেও নিবিড় যোগসূত্রে, মানবিক সম্পর্কের লালনে রাখীর অটুট সেতুবন্ধন।
মানবসেবায় নিয়োজিত যারা নিবেদিত প্রাণ... সীমান্তপারের বীর সৈনিকের মহতী অবদান....! অনাথ - দুঃস্থ-আর্ত- বৃদ্ধের আশ্রয় অবলম্বনে.... রাখী হয়ে উঠুক ভরসার বন্ধন, সম্মান প্রদর্শন, ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যম ।
রাখীবন্ধন.... একটি প্রতীকী মিলনোৎসব, সংকীর্ণতার আগল ভেঙে মহামিলনের আহ্বান, আতিশয্যের আড়ম্বরে নয় আন্তরিকতায়... রাখীবন্ধন হয়ে উঠুক বিনি সুতোর হৃদয়ের বন্ধনডোর। রাখীবন্ধন.... হয়ে উঠুক সম্প্রীতি ও মৈত্রী স্হাপনের এক শপথের অঙ্গীকার।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register