Fri 19 September 2025
Cluster Coding Blog

প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব - ৯)

maro news
প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব - ৯)

দৈনন্দিন - ১০

পার্থ কোনদিকে না-তাকিয়ে হনহন করে চলে যাচ্ছে দেখে মুরলি জিজ্ঞেস করল, কোথায় চললে হে ভায়া? পার্থ বলল, আর বলাে না। সরস্বতী পূজা ফেসবুক লাইভে ম্যানেজ করে দিলাম। এখন ভাষা দিবসের জন্যে কুড়ি-পঁচিশখানা মালা চাই। বােঝ ক্লাবের ঝামেলা! মুরলি বলল, তা তাে হবেই। যা নিজের জোড়ে চলে, তাকে আলাদা করে পালন করতে হয় না। "কেন কি", যা গেছে – সেই সবের দিন পালন করতে হয়। ভাবছি, ক্লাবের জেনেরাল বডি মিটিং-এ গরুর গাড়ী ডে পালন করার প্রস্তাব দেব, সেও তাে বিলুপ্তপ্রায়। একসময়ে সমাজে, বানিজ্যে, অর্থনীতি, মায় বাংলা গল্প-সিনেমায় এর ভুমিকা তাে কম ছিল না।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register