জীবনের প্রতিটি পদে
পথ বেছে নিতে চাইলেই
কিছু পথ
নিমেষের মধ্যে হারিয়ে যায়
যখন পথ হারায়
আমার দুচোখে
রাত ঘনিয়ে আসে
দুহাত দুপা
অন্ধকার পুঁতে ফেলে
কখনও
একটা রাস্তা দিয়ে যেতে থাকলে
অন্য একটা পথ পথরোধ করে দাঁড়ায়
জিজ্ঞেস করে-- কোথায় যাবে
তোমার এই যাত্রার শেষ কোথায়
আঙ্গুলের
নিজের কাছে ফিরে আসার
মসৃণ পথ।
0 Comments.