Fri 19 September 2025
Cluster Coding Blog

অ আ ক খ - র জুটিরা

maro news
অ আ ক খ - র জুটিরা

যামিনী...

- আজ যেন চারিদিক আলোয় আলোময়!
- আলোর উৎসব বলে কথা।
- জানো, আগে বড় ভালো লাগতো আলোর ঝিকিমিকি। আজ যেন সবকিছু বড্ড ফিকে।
- আর একবার কি নিজেকে আলোয় আলোয় ভরিয়ে তোলা যায় না?
- হা-হা, আলো তো এখনও আছে।
- অর্থাৎ?
- কখনো সারারাত জেগে আকাশে তাকিয়ে দেখেছ! কি সুন্দর তারাদের আর চাঁদের সমীকরণ।
- এখনও সেই মায়াবীই রয়ে গেলে।
- হা-হা, ছলাকলা জানি বলছো?
- আর একবার না হয়....
- তা আর হয় না। যেই সময় যায়, তা যায়ই। হাজার চেষ্টাতেও তা আর ফেরে না।
- যামিনী, আমি কিন্তু..
- আমি জানি। চলি গো। আবার কোনদিন দেখা হবে, অন্য কোন খানে, অন্য কোন নামে। সেদিন না হয় আর একবার..
-....

অনিন্দিতা ভট্টাচার্য্য

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register