Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্যক্রমে নিবিড় সাহা

maro news
কাব্যক্রমে নিবিড় সাহা

১| দ্বীপ

উচ্ছাসী এক নদী চেয়েছিলাম, দিলে একটা টিয়া রঙের দ্বীপ l
ভেবেছিলাম আঁজলা ভরে নেবো l ভিজিয়ে দিলো উথাল পাথাল ঢেউ, দূরের খেয়া আবছা স্মৃতির বিন্দু, অবচেতন সাগর তীরে শরীর অন্তরীপ l
দূরের যে দ্বীপ হলো না আজ দেখা সে, না পাওয়াদের সঙ্গ খুঁজে নিক l
যা আছে তা যত্নে রেখে দেবো দূরে কোথাও স্বপ্নে ভাসুক কেউ, পাখির সাথে ভাব জমাবো এবার নদীর কাছেও পৌঁছে যাবো ঠিক l

২| ভোরের বেলা নদী

বারেবারে ভোর ছুঁতে চাই l যার থেকে শুরু হয়, কোনো সতেজ শিশির ভেজা দিন, তার কাছে নদী খুঁজে পাই l
বারেবারে নদী ছুঁতে যাই l সেই স্রোতে ভেসে যাওয়া যায়, যে অতল আয়নার মতো তারই কাছে ভোর খুঁজে পাই l

৩| বেড়াল

দুঃখ গুলো ঘাপটি মেরে বসে আছে হেঁশেলের জানলার পাশে l মরচে ধরা চাঁদের আলোয় দু এক টুকরো মাছের মতো সুখ, ভাঙা জোৎস্নার দানা হয়ে সেই বেড়ালের চোখে ভাসে l
উপোসী চোখ আর উপায়ের মাঝে সীমানার বেড়াজাল l শিকল পরানো থাবা ছুঁয়ে আছে জীর্ণ ফাগুন কাল l
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register