Fri 19 September 2025
Cluster Coding Blog

সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

maro news
সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

পিতার প্রার্থনা

নীলিম কুমার মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ 

ও আমার মেয়ে এক ছটাক রূপোলি আলো যখন রূপোলি করবে আমার লোম এবং চুল ও আমার মেয়ে ধরে ধরে আমাকে রাস্তা পার করাবে তো পক্ষাঘাতে যদি বিকল হয়ে পড়ে আমার দুহাত পা ও আমার মেয়ে হুইল চেয়ারে বসিয়ে বেড়াতে নিয়ে যাবে আমাকে চোখ যদি ভরে যায় মেঘে ও আমার মেয়ে ছাপা অক্ষরগুলি যদি ঝাপসা দেখি ও আমার মেয়ে পড়ে শোনাবে কি আমাকে নতুন কবির একটি দুটি কবিতা। তোমার রক্তে আমি থাকব কি ও আমার মেয়ে তোমার বুকে আমাকে যত্ন করে রাখবে ও আমার মেয়ে আমার মুখের লালা মুছে দেবে আমার আঙ্গুলের গাঁটগুলি টেনে দেবে ও আমার মেয়ে রসুন তেলে আমার পায়ের পাতায় ঘষে দেবে কি যদি ঠান্ডা হয়ে যাই তোমার জ্বরে কত রাত উজাগরে ছিলাম ও আমার মেয়ে ভুলে যাবে নাকি?রক্ত বিক্রি করে এনেছিলাম তোমার কাছে আপেল আঙ্গুর ও আমার মেয়ে তিনচাকার একটি সাইকেল স্কুলের ব্যাগ ও আমার মেয়ে ফ্রকের কাপড় বিস্কূটের প্যাকেট চুলের ব্যাণ্ড ও আমার মেয়ে কাঁটা বেছে মাছ গলা চেপে পার ও আমার মেয়ে জুতো কেনার জন্য ও আমার মেয়ে এঁকে নিয়েছিলাম তোমার একটি পা এদিকে ডেকেছিলে ও আমার মেয়ে ওদিকে ডেকেছিলে ও আমার মেয়ে হাসিতে ছিলাম আমি চোখের জলেও ছিলাম আমি মনে রেখেছ দূরের সাগরে ঢেউগুলিকে তোমার কথাই জিজ্ঞেস করেছিলাম কাছের বাতাসকে তোমার কথাই জিজ্ঞেস করেছিলাম ও আমার মেয়ে কিছুক্ষণ না দেখলে কীভাবে ছটফটানো ও আমার মেয়ে শীতের রাতে বারবার লেপের কাঁটা বিঁধল তোমাকে ও আমার মেয়ে আমার রক্ত বেরিয়েছিল ও আমার মেয়ে
এক ছটাক রূপালি আলো যখন ও আমার মেয়ে রূপালি করবে আমার লোম এবং চুল ঘুম পাড়িয়ে দেবে আমাকে ও আমার মেয়ে ঠান্ডা করবে আমাকে ও আমার মেয়ে শ্মশানে দাহ করে এসে আমাকে ও আমার মেয়ে বাঁচিয়ে তুলবে আমাকে তোমার বুকের আলমারি খুলে ও আমার মেয়ে ও আমার মেয়ে ও আমার মেয়ে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register