তুমি আমার প্রথম প্রেম
তুমিই প্রেমের গুরু,
তুমি আমার জীবন সাথী
তোমাতেই শেষ -শুরু।
তোমার প্রেমে অন্ধ আমি
বুঝি না ভালো মন্দ,
পদ্য লিখতে করি ভুল
হারিয়ে ফেলি ছন্দ।
লোকে আমায় মন্দ বলে
তাতে দেই না কান,
তোমার জন্য সইতে রাজি
হোক না অপমান।
৪| আমরাও মানুষ
নাইবা আমরা ডিগ্ৰিধারী
নাইবা তোদের মতো লক্ষপতি,
তবুও আমরা মানুষ ভাই
তোদের বাবা কাকারই জাতি।
হয়তো কারো পিতা পুত্র
নয়তো কারো মামা কাকা
না হয় হয়তো কারো জ্ঞাতি।
0 Comments.