Fri 19 September 2025
Cluster Coding Blog

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

maro news
কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| করোনা সচেতনতা

শোন দেশের জনগণ করি এক নিবেদন, ঠেকাতে হলে সংক্রমণ হতে হবে সচেতন।
সহকর্মী, সহপাঠী বন্ধু,বান্ধব যত, কর মর্দন,কোলিকুলি হতে থাকতে হবে বিরত।
বন্ধুত্ব,ভালোবাসা,সম্পর্ক থাকুন নিজের মত, একে অন‍্যের মধ‍্যে থাকবে এক মিটার দূরত্ব।
হাঁচি-কাশি দিতে করো রুমাল ব‍্যবহার, সাবান দিয়ে হাত ধোয়ে থাকবে পরিষ্কার।
আপন মনে আপন ধর্ম থাকুক সবাকার, উপাসনালয়,সভা-সমিতি করতে হবে পরিহার।
স্বাস্থ‍্য বিশেষজ্ঞ জন বলছেন বার বার, নিয়ম মেনে চলতে হবে থাকতে হবে পরিষ্কার।

২| ঈশানবাংলার কৃষাণ

ঈশানবাংলার কৃষাণ মোরা মাঠে ফলাই ধান ; কৃষাণ বলেই ভাগ‍্যে জোটে সদা শত অপমান ! ভোর না হতে কাস্তে হাতে আমারা মাঠে যাই ; দিন রাত মাঠে খেটে মুখের গ্ৰাস যোগাই। সবার মুখে অন্ন দিতে আমরা ঝরাই ঘাম ; ভদ্র লোকের সভ‍্য যুগে নেই তো তবু দাম ! মাথার ঘাম পায়ে ফেলে আমরা যোগাই গ্ৰাস; মানুষ বলে অধিকার দিতে সবে করে উপহাস। মোদের নামে সরকার দেয় লক্ষ টাকার ঋণ ; মুখোশধারী ঋণ ভোগীধার আমরা থাকি দীন ! কেসিসি লোভে ধনীর দুলাল মুখোশধারী চাষী ; কৃষাণ নন্দনের মিথ‍্যা ক্রন্দন দুঃখের বারোমাসি।

৩| তোমার জন‍্য

তুমি আছো অন্তরেতে আছো হৃদয়জুড়ে। আছো স্বপ্নে,জাগরণে ভাবি দিন,দুপুরে।
তুমি আমার প্রথম প্রেম তুমিই প্রেমের গুরু, তুমি আমার জীবন সাথী তোমাতেই শেষ -শুরু।
তোমার প্রেমে অন্ধ আমি বুঝি না ভালো মন্দ, পদ‍্য লিখতে করি ভুল হারিয়ে ফেলি ছন্দ।
লোকে আমায় মন্দ বলে তাতে দেই না কান, তোমার জন‍্য সইতে রাজি হোক না অপমান।

৪| আমরাও মানুষ

নাইবা আমরা ডিগ্ৰিধারী নাইবা তোদের মতো লক্ষপতি, তবুও আমরা মানুষ ভাই তোদের বাবা কাকারই জাতি। হয়তো কারো পিতা পুত্র নয়তো কারো মামা কাকা না হয় হয়তো কারো জ্ঞাতি।
হয়তো মোদের তোদের মতো মান খ‍্যাতি যশ নাই, তবু মাথার ঘাম পায়ে ফেলে তোদের অন্ন যোগাই ভাই। তোদের মুখের গ্ৰাস যোগাতে বড় তৃপ্তি লাগে ভাই, তবু ভদ্র লোকের সভ‍্য সভায় নেইতো মোদের ঠাঁই।

৫| মম অহঙ্কার

তুমি আমায় ভালোবাসো এ মোর অহঙ্কার। তুমি আমার কাছে আছো চাই না কিছু আর।
তুমি আছ মম হৃদয় আসনে। তুমি আছ মম মানস কাননে।
তুমি আছ মম শয়নে স্বপনে। তুমি আছ মম প্রতিটা মননে।
তুমি আছ জীবন জুড়ে তুমি আমার সব। দূরে গেলে ধ‍্যান লোকে করি তব স্তব।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register