Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

maro news
মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার 

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ৩২ বিষয় - সোশ্যাল মিডিয়া, এপ

সমাজ ও সোশ্যাল মিডিয়া

তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। এমন কোন দিন নেই, যেখানে সোশ্যাল মিডিয়া তার থাবা আমাদের মননে, চেতনায় বসাইনি। এবং যতদিন অতিবাহিত হচ্ছে, আমাদের সমাজিকতাকে পেছনে ফেলে, এই সোশ্যাল মিডিয়া যেমন ফ বি, হোয়াটস এপ এবং ইনস্টাগ্রাম হাজার পা এগিয়ে। আমাদের সামাজিকতা মূলত এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই বেঁচে আছে, এ কথা হলফ করে বলা যায়! আমাদের এই চারপাশের সমাজের জন্ম কোটি কোটি বছর পূর্বে। তখন ছিল না কোনো আধুনিক যন্ত্র বা উপকরণ। মানুষ ভালোবাসত সম্পর্ক। বেঁচে থাকত মানুষের মধ্যেই! ক্রমে আধুনিকতা তার শিং দুটোকে অবলম্বন করে ধীরে ধীরে মনুষ্যজাতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল। মানুষ এই নবস্বাদকে গ্রহণ করে, তীব্র উচ্ছসিত। সময়ের পরিবর্তন হতে লাগল। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়া সর্বত্র তার এক নির্ভেজাল ছাপ লক্ষ্য করবার মত! পাশাপাশি ইনফরমেশন টেকনোলজি সেক্টর গুলোর আবির্ভাবে, মানুষের স্বকীয়তা হারাতে থাকে। মানুষ অনেক বেশি করে যন্ত্রের এবং তার সামগ্রিক ব্যবহারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। জন্ম নেয় 'বিবর্তন'। এবং এই বিবর্তনের ঝড় আঁচড়ে পড়ে আমাদের ওপর কিছু আকর্ষণীয় নাম নিয়ে যেমন ফ বি, ইনস্টাগ্রাম ইত্যাদি। পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিজের বসবাস শুরু করে। স্মার্ট ফোনের তান্ডবে জগৎ এক নবীন সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। এক কথায় "এক কমফোর্ট জোন " তৈরি হয়েছে। কিন্তু এই কমফোর্ট জোনের পাশাপাশি যে সামাজিক অবক্ষয় লুকিয়ে আছে, তাকি আমরা কেউ লক্ষ করছি না, না সব জেনেও চোখ বুজে আছি! বাংলার গর্ব দুর্গাপূজা। পুজোর শেষ দিন বিজয়া দশমী। সেই "শুভ বিজয়া" টুকুর বার্তা আমরা ফোনে পাঠিয়ে, তাও নিজের খেয়াল খুশির মত! নেই কোন প্রণাম বা আশীর্বাদের কোন পর্ব! কারও জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছি "HBD" বলে। প্রিয় মানুষটিকে পুরো কথাটাও লিখতে এত অনিচ্ছা, অনীহা! এই অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সমাজের বুকে! প্রগতি নিশ্চয় স্বাগত। কিন্তু তা যদি আমাদের সামান্য সৌজন্য বোধ ও সমাজিকতাকে হরণ করে, এবং এক অবক্ষয়ের কারণ হয়ে নিজের আত্মপ্রকাশ ঘটায়, তা কোনো রূপে গ্রহণ যোগ্য নয়। তাই এই এক মাত্র প্রার্থনা যে সোসাইটি এবং সোশ্যাল এপ একে অপরের পরিপূরক হয়ে উঠুক, তাতে সর্বাঙ্গে মঙ্গলজনক রূপে প্রতিস্থাপিত হবে, জীবন পাবে এক নবদিক, এক নবপ্রেরণা!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register